ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, ইরানের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকির জবাব কঠোর এবং অকল্পনীয় প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে, যা ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এ ঘটেছিল তার চেয়েও বেশি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী সরকার এবং তাদের মিত্রদের যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে যেকোনো সময় এবং যেকোনো স্থানে দৃঢ় এবং অনুশোচনাপ্রসূত প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বদা প্রস্তুত।’
গত ১৩ জুন ইসরাইলি সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায়। এরপর ২২ জুন ইসরাইলের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায়।
ইসরাইলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী তেল আবিবে শক্তিশালী পালটা হামলা চালায়। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ ৩-এর অংশ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।