জেড নিউজ ডেস্ক ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর চারটি মামলায় নির্দোষ প্রমাণিত হলেই সম্পূর্ণ মুক্ত হবেন তিনি। মামলা চারটি হচ্ছে – জিয়া অরফ্যানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা।
বিগত ১৭ বছরে তাঁর বিরুদ্ধে ৮৪টি মামলা হয়। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে এসব মামলা করে। এর মধ্যে ৬৩টি মামলাই মানহানির। জুলাই বিপ্লবের রাজনৈতিক পটপরিবর্তনের পর একের পর এক মামলার দায় থেকে মুক্ত হচ্ছেন তারেক রহমান।
সর্বশেষ গত ১ ডিসেম্বর খালাস পেলেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে। তারেক রহমান এখন পর্যন্ত ৩৯টি মামলার মধ্যে ১টিতে খালাস পেয়েছেন। বাকি ৩৮টি মামলার কোনোটি খারিজ, কোনোটি বাতিল হয়েছে। আদালত থেকে তিনি এসব মিথ্যা মামলায় ন্যায়বিচার পেয়েছেন। তার বিরুদ্ধে এখনো ৪টি মামলা বাকি রয়েছে।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত সেই সরকার আমলেই পরের বছর জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। তারপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে, রায়ও হতে থাকে।