ভারতে বিজেপির ’বাংলাদেশি বিতাড়ন রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলেন , ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আরও বেশি বেশি বাংলা বলব। চ্যালেঞ্জ দিয়ে বলছি, আরেকজন বাংলাভাষীকে গ্রেপ্তারের আগে আমাকে আটক কেন্দ্রে পাঠিয়ে দেখান।
মমতা মহারাষ্ট্র, দিল্লি এবং ছত্তিশগড়ের বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করে অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রায় ১ হাজার বাংলাভাষীকে তথাকথিত ‘বাংলাদেশি’ অভিযোগে আটক করা হয়েছে।
তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তথাকথিত ‘বাংলাদেশি’ ভোটারদের বাদ দিতে বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনারও প্রতিবাদ করেন। বিভিন্ন রাজ্যেই এ ধরনের পদক্ষেপের দাবি জানিয়ে আসছে বিজেপি।
অপর দিকে বিজেপির পাল্টা যুক্তিতে বলা হয় , এখানে বাংলাদেশি’ ভোটার রয়েছে যা সংশোধন জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় এত জোরালোভাবে মাঠে নেমেছেন কারণ তাঁর ‘মূল ভোট ব্যাংক’ হুমকির মুখে।
বিজেপির এক নেতা আরো বলেন , ‘আমরা মুসলিমদের নিয়ে চিন্তিত নই। কারণ, আমরা জানি—তারা আমাদের ভোট দেবে না। আমাদের শুধু নিশ্চিত করতে হবে যাতে হিন্দুদের কোনো ক্ষতি না হয়।’
তবে বিজেপির অনেক নেতা আশ্ঙকা করছেন , নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধন দলের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এত ‘মুসলমানরা নয়, বরং হিন্দুদেরই বেশি ক্ষতি হবে।’এতে বিজেপির হিন্দু ভোটও ক্ষতিগ্রস্ত হতে পারে ।
জেড নিউজ , ঢাকা