আগামী সোমবার থেকে দেশের সব কাস্টমস হাউসে এ পদ্ধতি চালু হবে।
নতুন অর্থবছরে আমদানি-রপ্তানির শুল্ক অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
অটোমেটেড চালান বা এ-চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক জমার এ সুবিধা মিলছে বলে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এতোদিন করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক জমা দিতেন তা সরকারি কোষাগারে জমা হতে কয়েকদিন সময় লেগে যেত। এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ঘরে বসে এ-চালানের মাধ্যমে তাৎক্ষণিক শুল্ক জমা দিয়ে দ্রুত পণ্য খালাস করা যাবে।
এরপর ৩ জুলাই থেকে সোনালী ব্যাংক কাস্টমস হাউসসহ সব তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক সরাসরি সরকারি কোষাগারে জমা কার্যক্রম শুরু হয়। সেদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে প্রায় ১৩ কোটি টাকার শুল্ক কোষাগারে জমা হয়।
এনবিআর বলছে, ঘরে বসে যেমন ইন্টারনেট ব্যাংকের (ডেবিট বা ক্রেডিট কার্ড, রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে) মাধ্যমে এ-চালান সুবিধা মিলবে, তেমনই যেকোনো ব্যাংকের কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমেও সেই সুবিধা মিলবে।
এ-চালানের মাধ্যমে শুল্ক জমা দিয়ে ‘সিস্টেম জেনারেটেড’ যে রশিদ মিলবে, তার নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগামী সোমবার থেকে দেশের সব কাস্টমস হাউসে এ পদ্ধতি চালু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।