ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ সংস্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা।
এসময় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা বসে পড়ে অবস্থান গ্রহণ করেন। যার ফলে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন শাহবাগ, মিরপুর ও মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সড়কগুলোতে ।
এ সময় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা না সিন্ডিকেট,ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,কমিটি বাতিল কর, কমিশন গঠন কর’ শিক্ষা নিয়ে প্রসহন, চলবে না,চলবে না,শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা’ বিভিন্ন স্লোগান দিতে থাকে ।
এ সময়ে তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরনের জন্য আল্টিমেটাম দিয়েছেন
শিক্ষার্থীদের দাবিগুলো হলো
১. অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।
২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।
৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।