সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্বের যেকোনও দেশের তুলনায় সর্বোচ্চ। এরই মধ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাকি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে কি না, তা নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।
এজন্য আলোচনায় বসতে ভারত সফরের কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের। রবিবার সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিশ্চিত করেছে, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর আপাতত হচ্ছে না। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর বাতিল করা হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য এই আলোচনা পিছিয়ে অন্য তারিখে নির্ধারণ করা হতে পারে। এতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য ২৭ আগস্টের সময়সীমা শুরু হওয়ার আগে কিছুটা স্বস্তি পাওয়ার আশা ম্লান হয়ে গেছে।
ভারতের ওপর শুল্ক শিথিল হবে নাকি এর পরিমাণ আরও বাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারত রুশ তেল কিনছে বলে তাদের ওপর আমরা দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করেছি। যদি ট্রাম্প-পুতিন বৈঠক সফল না হয়, তবে নিষেধাজ্ঞা বা ভারতের ওপর আরোপিত শুল্ক আরও বাড়তে পারে
জেড নিউজ, ঢাকা।