বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের প্রধান হাতিয়ার হিসেবে মনে করা হয় দেশটির স্যাটেলাইট টেলিভিশনগুলোকে। বহু বছর ধরেই তাই দেশটির আকাশ সংস্কৃতি নিয়ন্ত্রনের দাবি ছিলো। কিন্তু আওয়ামী লীগ আমলে রাজপথ কিংবা সামাজিক মাধ্যমে অল্প বিস্তর প্রতিবাদ দেখা গেলেও চব্বিশের পর বড় পরিসরে দাবিটি ওঠে।
ঢাকায় দিল্লি কেন্দ্রিক ক্ষমতার অবসানের পর সব মহল থেকেই ভারতীয় আকাশ অপসংস্কৃতি বন্ধের দাবি উঠেছিলো। কিন্তু সেখানেও আশার তেমন কিছু নেই।সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশে বর্তমানে ২৩২ টিভি চ্যানেলের অনুমোদন রয়েছে। তথ্য মন্ত্রণালয় অনুমোদিত এসব টিভি চ্যানেলের মধ্যে দেশীয় ফ্রি চ্যানেল ৩৯টি। অবশিষ্ট ১৯৩টি চ্যানেলের মধ্যে ভারতের টিভি চ্যানেলের সংখ্যা দেড় শতাধিক।
এর মধ্যে আওয়ামী লীগ আমলে এই খাতের নিয়ন্ত্রণ নেওয়া বেক্সিমকো গ্রুপের তত্ত্বাবধানে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ ‘আকাশ’ এর মাধ্যমে ১৩০টির বেশি চ্যানেল চলমান।তবে এই খাত থেকে শত কোটি টাকা রাজস্ব হারানোর পাশাপাশি দেশীয় সংস্কৃতিতে নেতিবাচক পরিবর্তন এলেও কার্যকরী উদ্যোগ নিতে পারছে না সরকার। যা সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের হতাশ করছে মনে করা হচ্ছে।
জেড নিউজ, ঢাকা।