বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া, বিএফএ সম্মেলনে যোগ দিয়েছেন। এ উপলক্ষে চার দিনের চীন সফরে বুধবার ঢাকা ছাড়েন ড. ইউনূস।
বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তিনি। এছাড়া, বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। সফর শেষে ২৯ মার্চ দেশে ফিরবেন ড. ইউনূস।
অন্যদিকে, ড. ইউনূসের চীন সফরকে নিয়ে গুজবে মেতেছে ভারতীয় মিডিয়াগুলো। দেশটির সংবাদ মাধ্যম আর প্লাস গুজবে বলছে- কার ভয়ে চিনের পথে ড.ইউনূস। মিথ্যাচারে তারা এও বলার চেষ্টা করছে যে, এ সফরই ড. ইউনূসের শেষ বিদেশ সফর। এরপর বাংলাদেশের প্রশাসনের হাতে আটক হয়ে ক্ষমতা হারাবেন তিনি। মূলত দেশে-বিদেশে ড. ইউনূসের ভাবমূর্তি নষ্ট করতেই এসব অপপ্রচারের মদদ দিচ্ছে বাংলাদেশের পরাজিত শক্তি।
জেড নিউজ, ঢাকা।