গুরুতর সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে। আইসিসির বোর্ড বৈঠকে তাদেরকে আরও তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে শৃঙ্খলা ও সুশাসনের ঘাটতি পূরণ করতে পারলে, তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য দল নির্বাচন করার অধিকার পেতে পারে।
গত এক বছর ধরে আইসিসির নজরদারিতে থাকা ইউএসএসি, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (USOPC) সঙ্গেও বিরোধে জড়িয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে পরিদর্শনে গিয়েছিল আইসিসি’র নিয়োজিত নরমালাইজেশন কমিটি, কিন্তু তারা ইউএসএসি-র অগ্রগতিতে সন্তুষ্ট হয়নি।
এমন পরিস্থিতিতে সাধারণত সদস্যপদ স্থগিত করাই হতো, কিন্তু যুক্তরাষ্ট্রে আসন্ন অলিম্পিক গেমসকে কেন্দ্র করে পরিস্থিতি এখন ভিন্ন। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি বোর্ড শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে ইউএসএসি-কে তিন মাসের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে বড় প্রশ্ন হলো, অলিম্পিকে স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পুরুষ ও নারী দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পেলেও, কে এই দলগুলো নির্বাচন করবে তা এখনও স্পষ্ট নয়। ইউএসএসি যদি তিন মাসের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তবে তাদের দল নির্বাচন ক্ষমতা কে পাবে, সেটা নির্ধারণে আইসিসি ও ইউএসওপিসি উভয়ই সমস্যায় পড়তে পারে।
এদিকে, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৮ অলিম্পিকে অংশগ্রহণকারী দলগুলো নির্ধারণে একটি হাইব্রিড মডেল অনুসরণ করা হবে। এর আওতায় কিছু দল আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সুযোগ পাবে, বাকিদের খেলতে হবে বাছাইপর্ব। বর্তমান বিশ্বসেরা দল হিসেবে ভারত অলিম্পিকে সরাসরি অংশ নিতে পারবে, র্যাঙ্কিংয়ের যেকোনো সময়সীমা থাকুক না কেন।
এছাড়া, আইসিসি বোর্ড একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে—যারা তিন ফরম্যাটের কাঠামো নিয়ে সুপারিশ দেবে। এই সুপারিশের বিস্তারিত প্রকাশিত হবে সিঙ্গাপুর সম্মেলনের শেষ দিনে।