শেষ কবে এমন স্বস্তির ঈদ উদযাপন করেছি, মনে নেই- এবারের ঈদুল ফিতরের অনুভূতি প্রকাশে বেশির ভাগ মানুষেরই বক্তব্য ছিলো এমন। রমজানে স্বস্তিদায়ক নিত্যপণের বাজার, হাপিত্যেশহীন ঈদ কেনাকাটা আর ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত যা বাড়তি আনন্দ যোগায় সাধারণ মানুষের মধ্যে।
ঈদের আগে আওয়ামী দোসরদের জোর প্রচারণা ছিলো দেশে নাশকতার আশঙ্কা নিয়ে। নানা উস্কানিমূলক পোস্ট আর সরকারের প্রতি অবজ্ঞা-নিন্দা সূচক তীর্ক বাক্যে ভরপুর হয়ে যায় সামাজিক মাধ্যম। এতে সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয় শঙ্কা। তবে শেষ পর্ন্ত তার কিছুই হয়নি। বরং সেসব শঙ্কা পরিণত হয় উৎসবে।
ঈদের মাঠে সাধারণ মুসুল্লীদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য ছিলো অভূতপূর্ব। স্বাধীন দেশে রাষ্ট্রপ্রধান হিসেবে জনগণের এতো কাছাকাছি আর কে কবে এসেছিলেন এমনটা অনেকেরই অজানা।
এদিকে এবারের ঈদুল ফিতরে সারাদেশে আনাচে-কানাচে নানামুখী উৎসবে ব্যস্ত সময় কেটেছে কোটি কোটি মানুষের। লম্বা ছুটি আর আওয়ামী পুলিশ ও সন্ত্রাসী বিহীন পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বাসে কমতি ছিলো না ফ্যাসিবাদ বিরোধী জনতার। সবমিলে এবারের ঈদুল ফিতর ছিলো বাংলাদেশের মানুষের কাছে সত্যিকারের সম্মিলন। ভয়-ভীতি আর শঙ্কা মুক্ত এক উৎসবের আয়োজন।
জেড নিউজ, ঢাকা।