ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য ঘিরে চরম তোপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুপ্রবেশ ঠেকাতে এবার একটি উচ্চক্ষমতাসম্পন্ন ‘ডেমোগ্রাফি মিশন’গঠন করবে মোদীর সরকার। যে মিশনের লক্ষ্য হবে, দেশজুড়ে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া- মোদির এমন বক্তব্যের পরই ভারতজুড়ে চলছে সমালোচনার ঢেউ।
২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তথাকথিত ‘ডেমোগ্রাফি মিশন’গঠন করতে কেন ১১ বছর লেগে গেল তাঁর সরকারের! অনুপ্রবেশ যে সমস্যা, তা বুঝে উঠতে এত বছর সময় লাগলো কেন? এমন প্রশ্নই উঠে আসছে তার বক্তব্যের পর।
কেউ কেউ আবার বলছে, গত ১১ বছরে আপনি কী করলেন? কেন এখনও অনুপ্রবেশের সমস্যার সমাধান হল না?
এছাড়াও, এসময় তিনি এমন সব আইন বাতিল করার কথা বলেছেন, যা এতোদিন নাগরিকদের অযথা জেলে পাঠাতে কাজে লাগানো হত। অথচ গত এক দশকে বিরোধী নেতা, সাংবাদিক, সামাজিক আন্দোলনকারী সবাই এই আইনেরই অপব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, সামাজিক মাধ্যমে মতপ্রকাশের জন্য গ্রেফতার, আদালতে জামিন প্রক্রিয়া বছরের পর বছর আটকে রাখা— এসবই তাঁর শাসনকালে ঘটেছে।
তাই তার এমন অসংলগ্ন বক্তব্যের পর ফুঁসে উঠেছে বিরোধী দলগুলোসহ পুরো ভারতবর্ষ।
জেড নিউজ, ঢাকা