Monday, September 8, 2025
More
    Homeফিচারঅদেখা পাহাড়ি বুনোওলের ফল

    অদেখা পাহাড়ি বুনোওলের ফল

    পাহাড়ি বনে ফুটেছে বুনোওলের ফলগুচ্ছ। ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।

    মৌলভীবাজার: সকালে পাখি খুঁজতে খুঁজতে অবশেষে বনের এক ‘অদেখা ফল’র সাথে দেখা। প্রাকৃতিক বনের সবুজময় গভীরতার মাঝে নানান গাছগাছালিতে ভরা।

    তার মাঝে ওপরের অংশ টকটকে লাল হয়ে ফুটে রয়েছে। এটি কি ফুল! না, এটি আসলে ফলের গুচ্ছ। দূর থেকে ফুল মনে হলেও এটি বুনো-ফল। অনেক ফল একটি অংশে যুক্ত হয়ে রয়েছে। ফলটি এমনই এক প্রকারের যাকে এক পলকে ফুল আর ফলে চিনে ফেলা যায় না। সন্দেহ থেকে যায়।

    ঘাসে ঢাকা বনের পথ বেয়ে ফিরে আসার সময় দেখা হয়ে যায় শংকর সাঁওতালের সাথে। মধ্যবয়সী পরিশ্রমী যুবক। বনের শুকনো কাট থেকে কাঁধে করে বাড়ি ফিরছিলেন। পাশেই রয়েছে এই বুনোফলটির অবস্থান। সবুজ ঝোঁপের মাঝে মাথা উঁচু করে প্রকৃতিকে দেখছে!

    তাকে এই ফলটির কথা জিজ্ঞেস করা হলে তিনি জানালেন, এই ফলটিকে আমরা ‘বনডুগি’ বলি। এই গাছের ডাটা কেটে রান্না করে সবজির মতো টুকরো টুকরো আমরা খাই। এই গাছগুলো শুধু পাহাড়েই জন্মে।

    উদ্ভিদ গবেষক জিনিয়া নাসরিন সুমন বাংলানিউজকে বলেন, এটা এক ধরনের ‘বুনো ওল’। এটা আমাদের প্রাইমারি ফরেস্ট বা রিজার্ভ ফরেস্টে দেখা মেলে। হয়তো যখন বন বেশি ছিল, পুরো বাংলাদেশেই এর দেখা মিলতো। এখন সিলেট ও পাহাড়ি এলাকায় দেখা মেলে। আমাদের দেশে এবং ইন্দো-চায়নিজ দেশে কচুর প্রজাতিগুলো গলা ধরলেও খেতে দেখা যায়। বিষকচু নামের যে কচু এখনও সবখানে দেখা মেলে-সেটাও প্রসেস করে খায়।

    শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোটবেলায় আম্মার কাছে শুনেছি, ‘ও তে ওল খেলে ধরে গলা’। কারণ, এই Araceae family এর সব সদস্যদেরই Calcium oxalate নামক উপাদান থাকে। যা গলার নরম ঝিল্লিতে সুচের মতো ঢুকে যায়। তাকে আমরা গলা ধরা বা গলা চুলকানো বলি।

    এতে পুষ্টি বা খনিজ থাকলেও অনেকের জন্য সমস্যা হতে পারে। কচুর ফুল স্প্যাথ নামক সাপের ফণার মতো অংশ দ্বারা ঢাকা থাকে। পুরুষ ফুল ওপরে এবং মেয়েফুল ভেতরে থাকার কারণে অনেক সময়ই পরাগায়নের অভাবে ফল বা বীজ হয় না। তাই তারা ভেজিগেটিভ উপায়ে রাইজোম বা স্টোলন দ্বারা বংশ বৃদ্ধি করে বলে জানান তিনি।

    ইংরেজি নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, এই বৃক্ষটির বুনো কচু এবং বুনো ওলে ফল ধরে। সুন্দর লাল বেরির মতো ফল। সবুজ-হলুদ ও শেষে লাল হয়। এই ফল দেখতে লোভনীয় হলেও তা বিষাক্ত। এর ডাটা সবজি হিসেবে খাওয়া হয় অন্যান্য কচু বা ওলের মতো। এর কমন ইংরেজি নাম Devil’s Tongue, Voodoo Lily, Corpse Flower বা Snake Palm বলে।

    ওল গাছের ফুলের পরাগায়ের বর্ণনায় তিনি বলেন, ‘ওলের ফুল পৃথিবীর সবচেয়ে উচ্চতার ফুল। Titan arum তেমনিভাবে, এটাও আমাদের দেশের বড় ফুল। এর গোলাপী স্প্যাথ – ফণা তোলা সাপের মতো। ওলের ফুলদের ‘লাশ ফুল’ বলে। এদের ফুলের গন্ধ পচা মাংসের মতো। কেন এমন দুর্গন্ধ এরা ছড়ায়? আমরা জানি, ফুল ফোটে পরাগায়নের জন্য। সব ফুল একইভাবে পরাগায়িত হয় না। এটা যেমন হয়-বিশেষ এক প্রকার গুবড়ে পোকা দ্বারা। তারা এই দুর্গন্ধে আকৃষ্ট হয়ে ফুলের ভেতরে ঢোকে। তারপর ফুলের অংশ তাদের চাপা দেয়। তারা সারারাত ফুলের ভেতরে কাটায়। তাদের চলাফেরায় ফুলের গরাগায়ন হয়। সকালে ফুলের চাপা অংশ খুলে যায় এবং পোকারা বের হয়ে অন্যত্র চলে যায়। ’

    ‘ওই পরাগায়ন থেকেই এসব ফুলে এমন সুন্দর বেরির মতো গুচ্ছফল ধরে’ বলে জানান উদ্ভিদ গবেষক জিনিয়া নাসরিন সুমন।

    সর্বশেষ

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান Live

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান https://www.youtube.com/live/KkVP4VfjPrg?si=2HnBNVGkuyGfNbLU

    হাসিনাকে দিয়েই পুশইন শুরু করুক দিল্লি

    আমিরুল ইসলাম কাগজী শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রিত—এ দৃশ্য বাংলাদেশের...

    জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা

    নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির...

    বদরুদ্দীন উমরের জবানবন্দি: নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করে ক্ষমতায় ছিল শেখ...

    জেড নিউজ, ঢাকা: শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ...

    আরও সংবাদ

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান Live

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান https://www.youtube.com/live/KkVP4VfjPrg?si=2HnBNVGkuyGfNbLU

    হাসিনাকে দিয়েই পুশইন শুরু করুক দিল্লি

    আমিরুল ইসলাম কাগজী শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রিত—এ দৃশ্য বাংলাদেশের...

    জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা

    নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির...