সম্প্রতি সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি-সম্বলিত শতাধিক বই বের করে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এসব বই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট। শিক্ষার্থীরা এসব বইকে ‘স্বৈরাচারপন্থি’হিসেবে উল্লেখ করেন।
সংশ্লিষ্ট সুত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সরকার পতনের পর শেখ মুজিব ও শেখ হাসিনাসহ আওয়ামী দোসরদের কোনো বই ছিল না। কিন্তু হঠাৎ পতিত সরকারের বইগুলো গ্রন্থাগারে কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এত বই হঠাৎ গ্রন্থাগারে আসা কোনো স্বাভাবিক ঘটনা নয়। স্বৈরাচারের দোসররা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে পরিকল্পিতভাবেই এ কাজ করেছে । গ্রন্থাগারে এমন যত বই আছে, তা অপসারণে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত আবেদন করা হবে।
যে স্বৈরাচার পতনের জন্য ২৪ এর গনঅভ্যুত্থান হলো, এতো শহীদ হলো, আর সেই স্বৈরাচারদের বই যদি পাঠাগারে এখনো অক্ষত থাকে তাহলে অভ্যুত্থান বৃথা হয়ে যাবে।কিন্তু এই বিষয়টি নিয়েই দেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
জেড নিউজ, ঢাকা।